প্রকাশিত: Mon, Aug 7, 2023 11:23 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:51 PM

[১]বাংলাদেশের গর্ব পদ্মা সেতু ঘুরে গেলো বিশ্বকাপ ট্রফি

সাঈদুর রহমান: [২]আগামী ৫ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। এই আসরকে ঘিরে ৩৩ কোটি টাকা দিয়ে সোনালী ট্রফিটা তৈরি করেছে আইসিসি। তিন দিনে সফরে মঙ্গলবার ঢাকায় এসেছে বিশ^কাপ ট্রফি। দেশের অবকাঠামোগত উন্নয়নের অন্যতম নির্দশন বাংলাদেশের গর্ব পদ্মা সেতুতে আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন সম্পন্ন হয়েছে।

[৩]সোমবার বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়াতে নেওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়।

[৪]সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে ওয়ানডে বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল ফটোসেশন। সেখানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত উৎসবের মুখর পরিবেশ তৈরি।

[৫]রীতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ট্রফি নিয়ে ফটোসেশন করা হয়। স্বাভাবিকভাবেই দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতু। সে কারণে পদ্মা সেতুতে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। সম্পাদনা: তারিক আল বান্না